সংবাদদাতা:
হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকার মৃত নুরুল মোস্তফার ছেলে ও ব্যাংক কর্মকর্তা রফিকুল মোস্তফার বসত ভিটা দখলে দলবদ্ধ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। দিন দুপুরে গেল শনিবার হামলা-ভাংচুর মারধর করে তারা। এতে চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মূখে ব্যাংকার রফিকুল মোস্তফার পরিবার।
গেল ৯ এপ্রিল শনিবার বিকেলে বাড়ির লোজন স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে শহিদুল ইসলাম ও শিউলি বাহিনীর লোকজন। এসময় বাড়ির লোকজন ও রোজাদার নির্মাণ মিস্ত্রী ইব্রাহীম ও মো: আলমকে রড দিয়ে মেরে রক্তাক্ত ও মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্যাংকার রফিকুল মোস্তফা পরিবারের নিরাপত্তা চেয়েৃবলেন, ঘটনার পর থেকে টেকনাফ থানায় অভিযোগ দিলেও পুলিশই মামলা না করতে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। একই এলাকার মাষ্টার রফিক ব্যাংক কর্মকর্তার আপন মামা হয়। সামাজিক চাপে পারিবারিক বিচারে উভয় পক্ষ মেনে নিয়েছিলো কিন্ত প্রহসন বিচার/ নাটকিয় বিচার ও বিচারকে ভোক্তভোগীরা ফোন করলে ব্যস্ত আছি বলে কল কেটে দেয়। শহিদ- শফিক- আজিজ – সুমন ও আইয়ুব বাহিনীরা ঐক্যজোট করে আমার বসতভিটা কেড়ে নিতে পায়তারা চালাচ্ছে।
এছাড়াও এ চক্রটি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে নানা মিথ্যা ঘটনা রটিয়ে মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছে। তাই তাদের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অভিযোগ পাবার পর বিষয়েটি প্রাথমিক তদন্ত করা হচ্ছে। তদন্তে শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।