প্রেস বিজ্ঞপ্তি:

মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞান মনস্ক আধুনিক প্রজন্ম গড়ে তুলতে খেলাঘরের বিকল্প নেই খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ সরওয়ার সোহেল নবগঠিত খেলাঘর জেলা কমিটির শপথ গ্রহণ ও কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পনের সময় ১ম অধিবেশনে একথা বলেন। দ্বিতীয় অধিবেশন গতকাল বিকাল ৪টায় খেলাঘর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় শহরের অভিজাত রান্নাঘর রেস্টুরেন্ট হলরুমে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আদিল উদ্দিন চৌধুরী, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, উৎপলা বড়ুয়া, সুবিমল পাল পান্না, ধ্রুবসেন দে, জসিমুল ইসলাম, স্বপন বড়ুয়া, করিম উল্লাহ কলিম, নিরুপমা বড়ুয়া বেবি, কাফি আনোয়ার, এডভোকেট রিদুয়ান আলী, এম শহীদুল ইসলাম, রাসেল করিম, দীপক শর্মা দীপু, এইচএম নজরুল, আজিম নিহাদ, সৌরভ দেব, বিশ্বজিৎ পাল বিশু, গোলাম মোর্শেদ, রিনা মল্লিক, মিতুন বড়ুয়া, বুলবুলি জান্নাত, আমজাদ হোসেন, আবুল কাশেম, ওয়াহিদ মুরাদ সুমন, মাহাবুবুর রহমান, এহেসান আক্তার পায়েল, শাপলা বড়ুয়া, আব্দুল মতিন আজাদ, শহীদুল ইসলাম সোহেল, মিনা মল্লিক প্রমুখ।