মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যাকান্ডে জড়িত থাকা এবং সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে পিএমখালীর মাহমুদুল হক প্রকাশ মাহমুদুল হক মেম্বারকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কক্সবাজার সদর উপজেলার সভাপতির পদ এবং একইসাথে দলের প্রাথমিক সদস্যের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কক্সবাজার জেলা শাখার সভাপতি ছালামত উল্লাহ বাবুল এবং সদস্য সচিব মোস্তফা কামাল এর যৌথ স্বাক্ষরে মঙ্গলবার ১২ এপ্রিল অব্যাহতির এই আদেশ দেওয়া হয়।

আদেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কক্সবাজার সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি দুদু মিয়া সওদাগরকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পিএমখালীর চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাহমুদুল হককে র‍্যাব গত ১৪ এপ্রিল গ্রেপ্তার করেছে।