আনোয়ার হোছাইন:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মৃত্যুর এক সপ্তাহ পর দাফন সম্পন্ন হল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী শামসুল আলমের।

১৫ এপ্রিল(শুক্রবার) জুমা’র নামাজের পর দুবাইয়ের মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
উল্লেখ্য, পরিবারের আর্থিক সচ্ছলতা ও সুখের আশায় দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আসছিলেন ঈদগাঁওর প্রবাসী শামসুল আলম

গত ৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে স্ট্রোক জনিত রোগে দুবাইস্থ বাসায় মারা যান তিনি। দুবাই সরকারের প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১৫ এপ্রিল শুক্রবার বাদে জুমা তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় পুত্র প্রবাসী নুর মোহাম্মদ।

প্রবাসী শামসুল আলম কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পুর্ব ভোমরিয়া গ্রামের মৃত আলী আহমদের পুত্র এবং া ২ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক।

গত শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদ দেশে পৌছলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তির মৃত্যুতে চলছে আহাজারি। স্বজনদের বুকফাটা আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। শান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলেছে এলাকাবাসী ।