নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার ৩৭ টি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আল আমিন ফাউন্ডেশন।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটির মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আল আমিন ফাউন্ডেশনের ন্যায় সকলকে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

তিনি বক্তব্যে বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের
অগ্রগামী পদক্ষেপের বিকল্প নেই। এক ঝাঁক উচ্চ শিক্ষিত তরুণ ও মেধাবী যুবকদের হাত ধরে আত্নপ্রকাশ করেছে আল আমিন ফাউন্ডেশন। আমি আল-আমিন ফাউন্ডেশনের তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তিনি আরো বলেন, উখিয়া উপজেলায় অতীতে অনেক সামাজিক সংগঠন ছিল কিন্ত সময়ের বিবর্তনে সেসব সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। আল আমিন ফাউন্ডেশন যে উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছে, তাতে এই সংগঠন যুগযুগ ধরে সফলতার সাথে এগিয়ে যাবে বলে আমি মনে করি। তিনি আল আমিন ফাউন্ডেশনকে সমাজের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। এছাড়া আল আমিন ফাউন্ডেশনের সকল উন্নয়নমূলক কাজে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন । ”

অনুষ্ঠানে উখিয়ার ৩৭টি পরিবারের এতিম, প্রতিবন্ধী, বিধবা নারী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে দুই হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেয় আল আমিন ফাউন্ডেশন। সহায়তা পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা আল আমিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সহায়তা পাওয়া জোসনা আক্তার (২৭) জানান, ” স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছি। এই সহায়তা পেয়ে উপকার হলো । ” মোহাম্মদ কবির (৭৯) বলেন, “ তরুণ যুবকদের এই মানবিক উদ্যোগ এবং অসহায় মানুষের প্রতি তাদের যে ভালোবাসা তা আমার হৃদয় স্পর্শ করেছে। তারা যেন ভবিষ্যতে আরো মানুষের পাশে দাড়াতে পারে সে দোয়া করি । ”

আল-আমিন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উখিয়া উপজেলা সমাজ সেবা অফিসার আল মাহমুদ হোসেন, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার শামসুল আলম , রাজাপালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আলী হোসাইন, এমএসএফ হাসপাতালের এইচ আর অফিসার ইয়াসিন আরাফাত, উখিয়া স্টেশন মসজিদের খতিব মাওলানা মজিবর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার আল মাহমুদ হোসেন বলেন, “ ২০ জন তরুণ যুবক নিজেদের উপার্জিত অর্থের অংশ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যা আজকের দিনে খুব কমই দেখা যায়। তিনি আরো বলেন বয়স্কভাতা, চিকিতসাভাতা সহ নানারকম সরকারি সুযোগ-সুবিধা প্রদান করে থাকে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। এছাড়া যুব সমাজকে মাদক থেকে রক্ষার লক্ষ্যে আল আমিন ফাউন্ডেশনকে কাজ করার অনুরোধ জানান”। উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম শামসুল আলম বলেন, “ আল আমিন ফাউন্ডেশনের মহতি এই কার্যক্রম উখিয়া উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করবে। তরুণ যুবকদের এই কার্যক্রমের পাশে থাকার জন্য তিনি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন”। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, “ ইউনিয়ন পরিষদের অধীনে যেসব বরাদ্দ আসে তা আল আমিন ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হলে সহজেই হত দরিদ্রদের কাছে পৌঁছে দেয়া যাবে”। এছাড়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দীন বলেন, “আল আমিন শব্দটি মুসলিম জাহান ততা মানবতার শব্দ। আমি আমার সাধ্যমতো প্রতি বছর এই সংগঠনের পাশে ত্থাকবো”। তিনি প্রতি বছর আল আমিন ফাউন্ডেশনের জন্য এককালীন অনুদান প্রদানের ঘোষণা দেন। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন বলেন, “ আল আমিন ফাউন্ডেশনের দায়িত্বশীল সকলকে ধন্যবাদ। আমি আশা রাখবো আল আমিন ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সংগঠনের কাজে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব”।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি উখিয়া উপজেলার ৯ জন স্থানীয় তরুণদের উদ্যোগে যাত্রা শুরু করা আল-আমিন ফাউন্ডেশনের বর্তমান সদস্যসংখ্যা ২০ জন, যারা নিজস্ব উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।