শাহেদুল ইসলাম মনির ,কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় অটোরিকশার ধাক্কায় মেহেরুন্নেছা পুতু (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আরো দু’জন আহত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুতু উপজেলার ৫নং বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মাসুক হোসেন বাদশার মেয়ে। আহতরা হলেন, মনোহরখালী এলাকার
ছাবের আহমেদের স্ত্রী মনজুরা, বেলাল উদ্দীনের মেয়ে নিলা (৮)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে বেপোরোয়া গতিতে মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একজন মহিলা যাত্রী একটি অটোরিকশা
আসছিলেন। হঠাৎ দুইটি শিশু রাস্তা পার হওয়ার সময় ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেছা পুতু (৮) কে মৃত ঘোষণা করেন এবং অপর দুজনকে হাসপাতালে ভর্তি প্রদান করেন।
কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হাসান বকুল বলেন, অটোরিকশার ধাক্কায় মেহেরুন্নেছা পুতু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত শিশুটির প্রাথমিক রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।