মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালের মাঠে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সভাপতিত্বে প্রধান শিক্ষক তসলিমা আক্তার বুলি ও আব্দুর রহিম শাওন এর যৌথ সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আবেগ আপ্লূত হয়ে বলেন আপনারা পুরো উপজেলার অভিভাবক। আমার পিতার সমতুল্য। সবাই মানুষ গড়ার কারিগর। যাদের হাত ধরে পুরো উপজেলায় আলোকিত। আজকের এই বিদায় অনুষ্ঠান একটি উপজেলায় মাইল ফলক হয়ে থাকবে।
তিনি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করে প্রধান অতিথির আসন শিক্ষকদের ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান,উপজেলা সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।
অবসরপ্রাপ্ত সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন , প্রধান শিক্ষক, মোস্তাক আহমদ, কবির আহমদ, জাফর আলম, রশিদ আহমদ, মালেকুজ্জামান, সুদত্ত বড়ুয়া, এম সাজেদ উল্লাহ, আমদ হোসেন, মৌ: আব্দুর রহিম, মো: কাসেম, শৈচাহ্লা মংসুইঅং আবুর কাসেম, হেলাল উদ্দিন, মো: কামাল নুরুল আমিন, নুরুল হক। এছাড়াও বিদায় সংবর্ধনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠান শেষে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে ১৭ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।