আজিজুল হক রানা:
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে গাঁজা সহ ৩জন আটক হয়েছে।
১৭ এপ্রিল রবিবার বিকাল আনুমানিক ৫টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার তত্বাবধানে এস.আই. মোঃ আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০কেজি সহ ৩জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার চপোলন্ডি গ্রামের মোঃ হোসেনের পুত্র রুবেল হোসেন(২৪), হ্নীলা নয়াপাড়ার মোঃ জলিলের মেয়ে আফরিনা আক্তার(১৮), নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রাজুখাইয়া এলাকার মখলেছুর রহমানের স্ত্রী আমেনা খাতুন(৪০)।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিখিত এজাহার দাখিল করে মামলা রুজু করা হয়ে বলে জানান, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।