সিবিএন ডেস্ক: আন্তর্জাতিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগীতায় মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজার জেলা শাখার উদ্দ্যোগে ২০ এপ্রিল হোটেল সী গালে ইফতার মাহফিল ও ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।  সংগঠনের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রেজাউল করিম এর সভাপতিত্বে, ডিআই সিনিয়র ফেলো,ম্যাফ সাাধারণ সম্পাদক ইউসুফ বদরী সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এড তাপস রক্ষিত,ফখরুদ্দিন ফরায়েজি, খোরশেদ আলম কুতুবী,সহ-সাধারন সম্পাদক হামিদা তাহের, হুমায়রা বেগম,কোষাধ্যক্ষ সালেহা শিরিন বানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজম খোকন,প্রচারও যোগাযোগ সম্পাদক জাহেদ নুর জিতু,সদস্য ওমর আলী,দোলন ধর,গাজি নাজমুল হাসান।

সভায় নারী নির্যাতন, মুলদলে নারী অন্তর্ভুক্তি, স্টাডি সার্কেল ও কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। আগামী ১৮ মে বিকাল তিন ঘটিকায় লাবণি পয়েন্টে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন সচেতনতা মানববন্ধন ও বীচ ক্লিনিং আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।