প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকানাফ পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ বাস স্টেশন নিউ গ্রীন গার্ডেন কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং সাবেক হুইপ ও এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহদাত হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আক্তার হোসেন বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা,জেলা বিএনপির সদস্য মো. আব্দুল্লাহ, হোয়াইক্যং দক্ষিন শাখা বিএনপির আহবায়ক আলী আকবর মেম্বার,হ্নীলা দক্ষিন শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম উসমান গণি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আমিন আবুল,পৌর যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর,সদস্য সচিব মো. আয়ুব,উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক এড. রশিদুল আলম চৌধুরী,সদস্য সচিব ওমর সাদেক,পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. আব্দুল্লাহ,
পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ,পৌর মৎস্যজীবিদলের সভাপতি মো. তৈয়ুব,বন্দর শ্রমিকদলের সভাপতি মনির আহমদ মনির,২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কবির,পৌর সেচ্ছাসেবকদলের সি: যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ,পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ-আল নোমান,সি: যুগ্ম আহবায়ক তারেক আহমদ সাগর,সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমূখ।
এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ছিদ্দিক।
এসময় প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রি থেকে শুরু করে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য নিয়ে প্রতিনিয়ত মন্ত্রীরা আবোল তাবোল বকে জনগনকে বিভ্রান্ত করছে। তাদের পায়ের নীচে মাটি নেই। আন্দোলনের ভয়ে এখন প্রশাসন দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করছে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিলে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।সেজন্য প্রস্তুত থাকতে হবে।