প্রেস বিজ্ঞপ্তি: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন কক্সবাজারের উদ্যোগে হোটেল বিচওয়ে মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার বিদ্যুত অফিসের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের গনি ও উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব আলম, অনুষ্ঠানের সুচনা করেন সংগঠনের সভাপতি আলী আকবর চৌধুরী, বক্তারা কক্সবাজারের চলমান উন্নয়ন কাজের সাথে ইন্টারনেট ব্যবসায়ীদের ফাইবার ক্যাবল সমুহ সুন্দর ও দৃষ্টি নন্দন করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিসিএল এর প্রকৌশলী জনাব একেএম জাফর উল্লাহ ওনি মানুষের জীবনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন। উক্ত মাহফিলে আরও বক্তব্য রাখেন, ইয়াসিন আরাফাত সেক্রেটারী আইএসপি এসোসিয়েশন ও নেতৃবৃন্দ।

ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ও কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনার সাথে ইন্টারনেট উতপ্রোতভাবে জড়িত, পৌর এলাকার অলিগলিতে সড়কের দৃষ্টিনন্দন ও সৌন্দর্য রক্ষার্থে প্রোভাইডারদের যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সহ সভাপতি  ইঞ্জিনিয়ার আলী আহমদ।