বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ২২ এপ্রিল শুক্রবার নাপিতানি বটতলি চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম ও ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনসাধারণের দল, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশ-জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতি বছরের মতো এবারো আপনাদের সম্মানার্থে এ ইফতারের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদুল আজিম দাদা, ওসমান গণি, আলী আকবর সওদাগর, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক মেম্বার ছৈয়দ আলম, হাজী ছৈয়দ আলম, ইউছুপ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর মেম্বার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির আহমদ,সাধারণ সম্পাদক রেজাউল করিম, ২নং ওয়ার্ড সভাপডি এম মবজুর আলম, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমির সোলতান, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,৫ নং ওয়ার্ড সভাপতি ইউছুপ আলী ভান্ডারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, ৭ নং ওয়ার্ড সভাপতি ইদ্রিস রানা মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. শফি কোম্পানি, সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, ঈদগাও উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায় আনম তানজিত অনিক, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব এসএম আবুল কালাম, ইউনিয়ন কৃষক লাীগ সভাপতি আবুল বশর, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন মেম্বার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস মাখনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগ, বিভিন্ন পেশাজীবী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে নাপিত খালী জামে মসজিদের খতিব মৌলভী ফোরকান আহম্মেদ মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।