এফ এম সুমন,পেকুয়া :

ইউরোপের দেশ পোল্যান্ডের অন্যতম বিশ্ববিদ্যালয় প্রজনান ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বিষয়ে প্রথম বাঙালি হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পেকুয়ার বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রহমানের কনিষ্ঠ সন্তান ওমর বিন রহমান প্রকাশ প্রিয়াস৷

জানা যায়, ওমর বিন রহমান ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এ লেভেল এবার ও লেভেল সম্পন্ন করেন। এর পর সে উচ্চ শিক্ষার জন্য ইউরোপের দেশ পোল্যান্ডে পাড়ি জমান। সেখানে সম্প্রতি স্নাতক পরিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন৷ জানা যায়, পোল্যান্ডের প্রজনান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরবর্তী বছর সে ওই বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে চেকপ্রজাতন্তের আরেকটি বিশ্ববিদ্যালয়ে পড়েন এক বছর৷ সেখানও সে পড়াশোনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায় প্রজনান বিশ্ববিদ্যালয় থেকে ওমর বিন রহমানই প্রথম বাঙালি যে কিনা ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বিষয়ে প্রথম স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ বিষয়ে ওমর বিন রহমান মুঠোফোনে বলেন, আমি চেষ্টা করছি পড়াশোনা মাধ্যমে আমার দেশকে ইউরোপে রিপ্রেজেন্ট করতে ইনশাআল্লাহ সামনেও পড়াশোনার মাধ্যমে জানান দিব বাঙালিরা সব পারে। এদিকে এ বিষয়ে তার পিতা গোলাম রহমান পেকুয়াবাসীসহ সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।