বার্তা পরিবেশক:
ঈদগাঁওতে এতিম ও দরিদ্র ২০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জুমাবার (২২ এপ্রিল) ইফতার আয়োজনের মধ্যদিয়ে এই উপহার বিতরণ করা হয়। কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার ঈদগাঁও প্রতিনিধি মিছবাহ উদ্দিনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এসময় চাঁন্দেরঘোনা আল আমিনিয়া ইসলামিয়া হেফজখানার ৪ জন, কাটামোরা রহমানিয়া নুরানি মাদরাসার ৪ জন, ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসার ৪ জন, পূর্ব মেহেরঘোনা হযরত জুবাইর ইবনুল আওয়াম নুরানি মাদরসার ২ জন, সাতঘড়িয়া পাড়া নুরানি মাদরাসার ১ জন, পানিরছড়া হোসাইনিয়া হেফজখানার ১ জন সহ বিভিন্ন প্রতিষ্টানে অধ্যায়নরত ২০ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা এই উপহার গ্রহণ করেন।
এ বিষয়ে সাংবাদিক মিছবাহ উদ্দিন বলেন ঈদ মৌসুমে পরিবারের সকল সদস্যদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন পিতা মাতারা। বিশেষ করে ছোটদের জন্যে কেনাকাটা বাধ্যতামূলক। ঠিক এমন সময় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
দরিদ্র শিক্ষার্থী শাহিনের পিতা জাফর আলম জানান, আমার পরিবারে ৪ জন মেয়ে ও ২ জন ছেলেসহ ৮ জন সদস্য রয়েছি। সকলের জন্যে ঈদের কেনাকাটা খুবই কষ্ট হয়ে যেতো। এদিকে একজনকে ঈদের পাঞ্জাবি, টুপি ও আতর কিনে দিয়েছেন সাংবাদিক মিছবাহ উদ্দিন। আমি তার প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য: এই প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন প্রবাসী ফরিদুল আলম চৌধুরী, মিজানুর রহমান, ব্যবসায়ী সাইফুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।