মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রামু’র দক্ষিন মিঠাছড়ি নাগরিক ফোরাম মুজিব শতবর্ষ উপলক্ষে দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের ৪ শত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে।
শনিবার ২৩ এপ্রিল চট্টগ্রামের আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর সহযোগিতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। দক্ষিণ মিটাছড়ি নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক মো: ফরিদুল আলম ফরিদ এর সভাপতিত্বে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ মিটাছড়ি নাগরিক ফোরাম এর সভাপতি এডভোকেট দীলিপ কুমার ধর।এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ মিটাছড়ি নাগরিক ফোরাম স্থানীয়ভাবে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা সবার কাছে ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।