সংবাদ বিজ্ঞপ্তিঃ
বিশ্বের দীর্ঘতম স্বপ্নের দরিয়ানগর কক্সবাজারের ‘এসএসসি-০৩/ এইচএসসি-০৫ বন্ধুদের সমন্বয়ে এক ইফতার পার্টি ও মিলন উৎসব উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলে ০৩/০৫ কক্সবাজারের বর্ণিল আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
০৩/০৫ এর বন্ধু জাহাঙ্গীর আলম, মুন্না দেব, আবছার উদ্দিন, রাসেল ও শহিদুল হক জনির যৌথ সমন্বয়ে পুরো আয়োজন উপস্থিত বন্ধুদের মধ্যে ভাললাগা ও ভালবাসার মানবিক সৌন্দর্য্য প্রকাশে বন্ধুত্বের ভীত মজবুতের পবিত্র বিশ্বাস জাগ্রত করে।
রমজানের ২০ তম দিনে ইফতার পূর্ব মুহুর্ত্যে প্রত্যেক বন্ধুরা কথামালায় অংশ নেয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল বন্ধুদের অংশগ্রহণে ০৩/০৫ ব্যাচের প্রথম বারের মত কোন বড় আয়োজন নিয়ে কথা বলেন কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংবাদ অনুবাদক (বার্তা সম্পাদক), লেখক, গবেষক আজাদ মনসুর।
‘বয়স যেখানে বাঁধ মানে উচ্ছ্বাসে’ প্রতিপাদ্যে সতীর্থ মহাসম্মিলনের ধারণপত্রসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তিনি।
আলোচনায় অংশ নেন, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, মুন্না দেব, রাসেল, আবছার উদ্দিন, মো হাসান, শহিদুল হক জনি, মো হাকিম, নওশাদ চৌধুরী, দিল ইমন, মোঃ আলি, সজিব, আলী আকবর, আব্দুর রহিম, এরশাদ উল্লাহ, মালেশিয়া থেকে ভাচ্যুয়ালি যুক্ত হয় মো উজ্জ্বল, আবু সুফিয়ান সজীব, শহীদুল্লাহ কায়সার, আরিফ উল ইসলাম, মো আসাদ, রোমন আহম্মদ, অসিকুল ইসলাম, মো হামিদ হোসেন, পলাশ দে, নজরুল ইসলাম, মো মতিন, আব্দুর রহমান, আব্দুর রউফ, মো জালাল উদ্দীন, আবুল কালাম প্রমুখ।
০৩/০৫ কক্সবাজারের ইফতার পার্টি আয়োজক বন্ধু জাহাঙ্গীর আলম, মুন্না দেব, আবছার উদ্দিন, রাসেল ও শহিদুল হক জনি জানিয়েছেন বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে বছরজুড়ে নানা সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবেন। তারা বলেন, এবারের আয়োজনে প্রায় অর্ধশতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।