আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলের সমুদ্রেপথে মানবপাচারকারী চক্রের সক্রিয় গডফাডার খ্যাত আব্দুল আলীর অন্যতম সহযোগী সাইফুলকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। সাইফুল স্থায়ীয় মারিশবনিয়া এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে।

জানা যায়, শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদের নির্দেশনায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক জামাল মীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মারিশবনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল দীর্ঘদিন ধরে সমুদ্রপথে রোহিঙ্গাসহ স্থানীয় বিভিন্ন অসহায় মানুষকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে প্রতি জনের কাছ থেকে ৪/৫লাখ টাকা হাতিয়ে নিয়ে মালয়েশিয়া পাঠায় বলে স্থানীয়রা এমন তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত সমুদ্র
পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে রয়েছে বাহারছড়া বড়ডেইল এলাকার ভিক্টিম রিদুয়ান, জয়নাল উদ্দীন ও রেজাবুল এবং মারিশবনিয়ার সাইফুল ও আব্দুল্লাহ তাদের দালালরা টাকার জন্য বিভিন্ন ধরনের অমানবিক নির্যাতন চালাচ্ছে তা মোবাইলে ভিডিও ধারণ করে টাকার জন্য তাদের পরিবারের কাছে পাঠিয়েছে বলেও কয়েকজন ভিক্টিমের পারিবার জানিয়েছেন। এরমধ্যে আব্দুল্লাহ আটককৃত সাইফুলের হাতে টাকাও প্রদান করে তা সাইফুল স্বীকারও করেন।

এ ব্যাপারে সাইফুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন,তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আটককৃত মালয়েশিয়া পাচার চক্রের দুই দালাল সাইফুল জড়িত ও যোগসাজশ রয়েছে বল স্বীকারোক্তি প্রদান করেন এবং তার বিরুদ্ধে আদালতে আরেকটি চেক জালিয়াতির মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।