কামাল শিশির, রামু:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী আলিক্ষ্যং কমিউনিটি ক্লিনিক এর পাশে নব নির্মিত মসজিদে ২৩ এপ্রিল এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকার গরীব -অসহায় রোজাদার ও বিভিন্ন পেশা জীবি লোকজন নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাংবাদিক কামাল শিশির।
বিশেষ অতিথি ছিলেন, আলিক্ষ্যং পুলিশ ক্যাম্প আইসি হুমায়ূন কবির,মসজিদ প্রতিষ্ঠাতা ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি বেদার মিয়া, সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান।
উল্লেখ্য, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি বেদার মিয়া ও চকরিয়া সদর তহসিলদার সলিম ঊদ্দিন মসজিদটি নির্মানে যাবতীয় সহযোগিতা করেন।
এ সময় জমি দাতা ডাক্তার কবির, সাবেক মেম্বার পান্নসহ অসংখ্য রোজাদাররা উপস্থিত ছিলেন।