প্রেস বিজ্ঞপ্তি:
পরিবেশ বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম বা সিইএইচআরডিএফ এর উদ্যোগে ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন উপলক্ষে রামু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ এর পরিচালক (জেনারেল এফেয়ার্স)সাঈদ মোহাম্মদ শুভ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (কো-অর্ডিনেশন এফেয়ার্স) রুহুল আমিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক( সদর দপ্তর) খুবাইব বিন এহাছান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্র ও তৃণমূলের নেতৃবৃন্দ।

ব্যবস্থাপনা ডিভিশন থেকে উপস্থিত ছিলেন পরিচালক (ট্রাস্ট) শাহ আবু বক্কর, সম্পাদক(দপ্তর) ইরফান উদ্দিন, সহকারী সম্পাদক(প্রচার) নাছির উদ্দিন সোহেল।

নিয়ন্ত্রণ ডিভিশন থেকে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর (চট্টগ্রাম সার্কেল) শেখ মোহাম্মদ জয়, ডেপুটি কো-অর্ডিনেটর( বান্দরবান সার্কেল) সাগর নাথ, ডেপুটি কো-অর্ডিনেটর(কক্সবাজার সদর সার্কেল) মোশাররফ হোসেন, (মহেশখালী সার্কেল) সহকারী বেলাল খান।

তৃণমূল ডিভিশন থেকে উপস্থিত ছিলেন
সিলেট বিশ্বম্ভপুর ফোরামের সমন্বয়ক সোহেল ভুইঞা, আউট রাইটের সমন্বয়ক হুমায়ুন কবির,
পাঠাগার আন্দোলম সহ- সমন্বয়ক সাহাব উদ্দিন,
উপকূলীয় ফোরামের সমন্বয়ক ইফতেখার মোহাম্মদ, উত্তর মহেশখালী ফোরামের সমন্বয়ক মেহেদী হাসান রিফাত, সাদমান শারার মাহিন, মোঃ ওবাইদুল্লাহ, আফরোজ আক্তার, শারমিন আক্তার প্রমুখ।

বক্তারা ধরিত্রী দিবস, কেন ধরিত্রী দিবস পালন করা হয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত এসব বিষয়ে আলোচনা করেন।

এমন প্রেক্ষাপটে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে নানা বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, পৃথিবী যে অনিরাপদ এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সেখান থেকে রেহাই পেতে যা যা করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেন।