শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
নদী বাঁচাও, সমুদ্র বাঁচাও পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানের মধ্যে দিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কুতুবদিয়া শাখার উদ্যােগে পরিবেশ বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) বিকালে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে পরিবেশ আন্দোলন (বাপা) উপজেলা সভাপতি এম, শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম,বাপা কক্সবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এরফানুল হাসান, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস কে লিটন কুতুবী,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হাসান কুতুবী, সাংবাদিক এম,নজরুল ইসলাম প্রমুখ।
এসময় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার নুরুল আবছার,ওসমান,মৌলভী হাফেজ এম হাসানসহ বাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশব্যাপী পরিবেশ ধ্বংসের যে মহোৎসব চলছে তাতে অদূর ভবিষ্যতে এদেশে বসবাস করা কঠিন হয়ে পড়বে। পবিত্র রমজান মাসেও পরিবেশ বিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকায় তারা কঠোর সমালোচনা করেন। সুন্দর ও বাসযোগ্য এলাকা বিনির্মাণে পরিবেশ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে এসে পরিবেশ আন্দোলনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো জোরদার করা প্রয়োজন বলে মতামত দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।