আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত !

এম বশির উল্লাহ, মহেশখালী:

মহেশখালী শাপলাপুরে যুবলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায় জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন , বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায় বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা। কারো তাবেদারী করার জন্য যুবলীগ প্রতিষ্ঠা হয়নি। শাপলাপুর ইউনিয়নে আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত, ইউনিয়ন আওয়ামীলীগ সম্প্রতি সময়ে তারা ঘরোয়া ভাবে কাউন্সিল তালিকা তৈরী করে তাদের পচন্দের লোকজন দিয়ে কািমটি গঠন করে পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচন করেছে এটি আওয়ামীলীগের কোন দ্বারায় পড়েনা। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই যুবলীগ সব সময় আওয়ামীলীগের প্রধান শক্তি হিসাবে কাজ করেছে এবং ভবিষ্যতে করবে তবে আমাদের নেতা কর্মীদের সঠিক মূল্যায়ন করুন।

২৫ এপ্রিল (দুপুর ৩টায়) শাপলাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামিদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত জেমঘাট হাই স্কুল মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল, বিশেষ বক্তা হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আযম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ¦ সাজেদুল করিম, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম সাঈদুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন বিএ,মৌলভী ওসমান গণি,কুতুবজুম ইউপি চেয়ারম্যান এড.শেখ কামাল, উপজেলা কৃষকলীগের সভ্পাতি অধ্যাপক সরওয়ার কামাল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম উল্লাহ, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আব্দু শুক্কুর , সাধারন সম্পাদক রিপন উদ্দিন, আব্দু সালাম , মোক্তার আহমদ রশিদ,মীরাজুল ইসলাম, সফিুকল ইসলাম বকুল, দেলোয়ার হোসেন, আবুল কালাম, আক্তার মিয়া, মো: আলম, ডা: আব্দুল খালেক মানিক সহ উপজেলা , ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবলীগের আলোচনা সভায় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবু ছিদ্দিককে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারনে জেলা যুবলীগ কারণ দশানোর নোটিশ প্রদান করেন। আলোচনা সভার শেষ ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত করার পর শাপলপুরের হাজারো মানুষ উক্ত অনুষ্ঠানে ইফতার করেন।