বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবে।

গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের আয়োজনে বান্দরবানের বাকিছড়া মুখ এলাকায় আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দু:স্থ ও অসহায়দের ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। এসময় মন্ত্রী সবাইকে সার্মথ্য অনুযায়ী নিজ নিজ আঙ্গিনা এবং পরিত্যক্ত জমিতে আরো ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপন করার পরামর্শ প্রদান করেন। শেষে এলাকার গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন পাবত্যমন্ত্রী।

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দু:স্থ ও অসহায়দের ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীরসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এবার আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বান্দরবান সদরের দু:স্থ ও অসহায় ৩হাজার ৪শত ৮৩ জনকে ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।