শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ১৯টি ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে জমির দলিল সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এ গৃহপ্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শাহীন আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এস কে লিটন কুতুবী, কুতবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ হাছান কুতুবী,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী নারী-পুরুষগণ।