বিনোদন ডেস্ক :
এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে কক্সবাজারে মধু হই হই বিষ খাওয়াইলা গানে ভাইরাল হওয়া জনপ্রিয় কণ্ঠ শিল্পী জাহিদ হোসেন এর ২য় মৌলিক গান “ছিনতাই গরিতাম” গান টি চট্রগ্রামের আঞ্চলিক ভাষার। সংগীতটির কথা ও সুর করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী এস এম সালাউদ্দিন (কষ্ট), মিউজিক করেছেন হিরু আলমের কাঁচা বাদাম গানের মিউজিক ডিরেক্টর কাউছার পাশা।
গান টি তে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে কক্সবাজারের জনপ্রিয় ইউটিবার রেজাউল করিম রেজা, তিনি সংগীতচিত্রটি তে অভিনয় করেছেন এবং ভিডিওটি পরিচালনা করেছেন। সংগীতচিত্রটির ভিডিও ধারণ করেছেন “The RK Team”র ক্যামরাপারসন রায়হানুল ইসলাম রিজভি। গানটির পোষ্টার তৈরি করেছেন “The RK Team”র পোষ্টার ডিজাইনার রাহাতুল ইসলাম রিদু। গান টি মুক্তি পাবে বর্তমান সময়ের জনপ্রিয় ইউটিউব চ্যানেল “SN Music Tv” তে।
এ প্রসঙ্গে ‘The RK Team’ এর পরিচালক রেজাউল করিম রেজা বলেন, ‘মূলত আমি চেয়েছি শুধু কক্সবাজারে নয় আমরা কক্সবাজারের সন্তান’রা সারাদেশের মানুষের কাছে পরিচিত হতে, আমাদের প্রতিভা পুরা দেশ দেখবে। সে লক্ষেই আমরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে কাজ করছি, সে সাথে আমি আমাদের গর্ব ভাইরাল জাহিদ কে আবারও নতুন ভাবে ভাইরাল করতে চাই। তার সত্যিকারের প্রতিভা যেন সবাই দেখতে পাই। চেষ্টা করেছি দর্শকদের ভিন্ন কিছু দিতে। দীর্ঘদিন পর অনেক সুন্দর একটি মিউজিক ভিডিও করেছি। তাই ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ “SN Music Tv”র কর্ণধার সালাউদ্দিন ভাইকে যিনি আমার উপর ভরসা করে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। এবং ধন্যবাদ আমার সকল শুভাকাঙ্ক্ষীদের যাদের জন্য আজ আমরা ভাল ভাল কাজ করার অনুপ্রেরণা পায়। আমি চেষ্টা করেছি ভিডিওটি ভাল করে বানাতে। আশা করছি শ্রোতা দর্শকেরও গানটি ভালো লাগবে।’
সংগীতচিত্রটিতে রেজাউল করিম রেজা’র পাশাপাশি কণ্ঠশিল্পী জাহিদ নিজেও অভিনয় করেছেন। এবং গানটির চিত্রধারণ করা হয়েছে ঢাকার দিয়াবাড়ি, সাভার, মিরপুর এবং কক্সবাজারে।