আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ও ৫কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১ টায় ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলম (২৪) ও একই ইউনিয়নের কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তছলিমা আক্তার (২৪)।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকায় আটককৃত আসামি মোহাম্মদ আলমের শশুর ও তাসলিমা আক্তারের পিতা মনির আহমদের বসত-বাড়িতে তল্লাশী চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে ৩জন মাদক কারবারী পালিয়ে যায়।
তিনি আরো জানান,উক্ত ঘটনায় আটক ও আরো ৩জন পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।