সংবাদ বিজ্ঞপ্তি
উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা মরহুম এম. আবদুল হাই এর ৮তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল শুক্রবার। দিনটি উপলক্ষে মরহুমের হলদিয়াপালংস্থ মৌলভী বাড়িতে তাঁর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। পবিত্র মাহে রমজানের কারনে পারিবারিকভাবে এই বছর ছোট পরিসরে অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা আবদুল হাই ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল ভোর সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।