প্রেস বিজ্ঞপ্তি:
রামু দক্ষিন মিঠাছড়ী ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারুণ্যেরর প্রতীক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ এপ্রিল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, মানুষের ঘরে ঘরে দ্রব্য মূল্যের নাভিশ্বাস। অবৈধ অনির্বাচিত সরকারের কারণে ঈদের আনন্দ নাই। মানুষের বলার অধিকার কেড়ে নিয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী থেকে মুক্তি দিতে হবে।

দক্ষিন মিঠাছড়ী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি করেন লিয়াকত আলী খাঁন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।