শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া মানবিক টিমের উদ্যােগে ভয়াল ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে হোটেল বেলা ভূমিতে ইফতার ও দোয়া মাহফিলে মুহাম্মদ মিশকাত শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, চট্টগ্রাম ইসলামি কলজের অধ্যক্ষ মোস্তফা মোরশেদ,উপজেলা কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদার,কুতুবদিয়া আইল্যান্ড স্কুলে প্রধান শিক্ষক মো. সালমান,সাংবাদিক আবুল কাসেম, কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ সলিমুল্লাহ, হেলাল উদ্দিন কুতুবী, হাফেজ জালাল উদ্দীন,হাফেজ আব্দুল খালেক,হাফেজ রমিজ উদ্দীন,সাহাব উদ্দীন,আহামদুল করিমসহ মানবিক টিমের সকল সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে, ১৯৯১ সালে ভয়াল ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা, সকল দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা ৷
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।