মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীর কাটায় সম্প্রতি ঘটে যাওয়া ফিল্মি স্টাইলে জমি দখল করতে এক অসহায় মহিলার বাড়ি ভাংচুর ও মহিলাদের মারধর করে আলোচনা ও সমালোচনা জন্ম দেয়।
আলোচিত এ ঘটনায় থানায় মামলা দায়ের পর রামু থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন এর নির্দেশে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোঃ সেলিম (২০) কে আটক করেন। সে দক্ষিণ মৌলভীর কাটা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।
শনিবার (৩০ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশের ইনচার্জ মোঃ ফরহাদ আলী নেতৃত্বে এস আই মোজাম্মেল হকসহ একদল পুলিশ এ আসামিকে আটক করতে সক্ষম হন। পুলিশ পরিদর্শক মোঃ ফরহাদ আলী সাংবাদিকদের জানান গর্জনিয়া-কচ্ছপিয়া কোন সন্ত্রাসীদের স্থান হবেনা। তিনি এ ঘটানায় জড়িত বাকী আসামিদের ধরতে এ অভিযান অব্যহত আছে এবং থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।