হঠাৎ রাস্তায় অফিস, অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কত দিন দেখা হয়নি।

প্রায় চার বছর পর বন্ধুদের মিলন মেলা।

পেকুয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পেকুয়া জি এম সি ইনিস্টিটিউশনে’র ২০১২ সাল ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত।

প্রায় ৪বছর পর সকল বন্ধুরা তাদের লাকি গ্রাউন্ডে মিলিত হয়।হাসি, আনন্দন, আবেগ, অনুভূতি শেয়ারের মধ্য দিয়ে ঐ সময় একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
স্কুলজীবনে কেমন সময় পার করত সে বিষয় গুলো নিয়ে যথেষ্ট রসিকতাও করেন তারা।

অনেক বন্ধুরা দাবি তোলেন এমন মিলন মেলা যেন প্রতিবছর অন্তত একটি করে হয়।এই মিলন মেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়,সুদৃঢ় হয়। সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি’র বরাত দিয়ে উপস্থিতিদের মধ্য থেকে একজন বলেন, বন্ধু যোগাড়ের জন্য এটিই আমাদের সর্বোচ্চ সময়।হয় তো প্রফেশনাল জীবনে সহকর্মী পেতে পারি,কিন্তু বন্ধু নয়।তাই আমাদের এখন যারা রয়েছে তারা যেন বন্ধন ছুটে দূরে কোথাও যেতে না পারে তথাপি সামষ্টিক ভাবে যেন আমরা সমৃদ্ধ জীবন গড়তে পারি সে ব্যবস্থায় আমাদের করতে হবে।

এ সময় তারা ইফতারও আয়োজন করেন।