মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগে গ্রাহকদের জরুরী প্রয়োজন ও অভিযোগ কেন্দ্রের আগের টিএন্ডটি ৬৪০১৫ নম্বর ল্যান্ড ফোনটি পরিবর্তন হয়ে গেছে।

আগের স্থলে নতুন টিএন্ডটি ল্যান্ড ফোন নম্বর হচ্ছে-০২৩৩৪৪৬২৪৮৪ এবং মোবাইল ফোন নম্বর হচ্ছে ০১৭৮৪৫১২০৭৩।

গ্রাহকদের অভিযোগ লিপিবদ্ধ করতে অথবা জরুরী যেকোন প্রয়োজনে বর্তমান টিএন্ডটি নাম্বার অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবদুল কাদের গণি গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।