হ্যাপী করিম, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের সংগঠন উইংস-০২১ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪মে বুধবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীদের সংগঠন উইংসের সভাপতি সাজ্জাত হোসেন পলাশের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান খোরশেদ ও সদস্য আসিফ রহমান সৌরভ এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন.. প্রধান উপদেষ্টা উইংস ও মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা দায়রা জজ সিরাজগঞ্জ ও উপদেষ্টা উইংস মোহাম্মদ এরফান উল্লাহ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, সিনিয়র সহকারী সচিব (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) মোঃ আবুল হাসেম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই-পিপিএম, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারা পাশা চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী এম সরওয়ার কামাল, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শহীদুল এমরান, এসওএস আন্তর্জাতিক শিশুপল্লী বাংলাদেশ ও উইংসের উপদেষ্টা মোঃ আলী, বড় মহেশখালী বালিকা বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আযাদ, বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়দুল করিম, উপদেষ্টা তৌকির ওসমান, ব্যবসায়ী জয়নাল আবেদীন, স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর অধ্যাপিকা খালেদা বেগম, অধ্যাপিকা হোসনে আরা, হরিয়ারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ ছিদ্দিক, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ আজিজ, সিনিয়র সদস্য তৌফিকুল হক সম্রাট, প্রচার সম্পাদক রাশেদ খান মেনন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমান এম রহমান, সদস্য নাঈম রহমান আকাশ, সদস্য এমদাদুল করিম, সদস্য দীপ্ত দে প্রমূখ।
বক্তরা বলেন, উইংস শুধু শিক্ষা নিয়ে কাজ করে না, প্রাকৃতিক দূর্যোগে আর্তমাবতার সেবায় ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে কাজ করে। আগামী দিনে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পথ সৃষ্টি করবে উইংস মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। দ্বীপাঞ্চলের উইংস ২০২২নামে একটি ম্যগাজিনের মোড়ক উন্মোচন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক’সহ উপস্থিত অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানে ৭৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের’কে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।