মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) আমিন আল পারভেজ এবং অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। বুধবার ৪ মে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর নির্দেশনায় তাঁরা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসকদ্বয় পর্যটক, স্থানীয় নাগরিক, পর্যটন ব্যবসায়ী, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদ্বয় সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলী পয়েন্ট সহ অন্যান্য পর্যটন এলাকায় আইনশৃংখলা রক্ষা সহ অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নিমিত্তে ৪ জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক কাজ করছে। কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ গত ২ মে তাঁদেরকে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী এ নিয়োগ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গত ২ মে থেকে ৯ মে পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ হলেন : কাজী মাহমুদুর রহমান, সৈয়দ মুরাদ ইসলাম, আরাফাত সিদ্দিকী ও নিরুপম মজুমদার। মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়ছে।