মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ৩ দিনের সফরে বৃহস্পতিবার ৫ মে কক্সবাজার এসেছেন।
সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু প্রমুখ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কক্সবাজার এলজিইডি’র বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পরদিন শুক্রবার ৬ মে সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইসই) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ পরদিন শনিবার ৭ মে সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার বিকেল ৪ টা ১৫ মিনিটে ৩ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব প্রত্যয় হাসান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।