শেফাইল উদ্দিন:
কক্সবাজার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্যাচ ৯০ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০ টায় বাজারের পাবলিক লাইব্রেরী হল রুমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ব্যাচ ৯০ এর সভাপতি মমতাজূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম,বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক শেফাইল উদ্দিন, সাংবাদিক শফিউল আলম আজাদ,জিকক্সটিভির সম্পাদক উসমান গনি ইলি, মোহাম্মদ শরীফ। প্রাক্তন ছাত্র ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতিকুর রশিদ তারেক, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, শিক্ষক আমান উল্লাহ, আব্দুল হামিদ,আবুল কালাম, ছৈয়দ আকবর, ওবাইদুল হোছাইন, জিয়াউর রহমান জাহেদুল হক,মহি উদ্দিন, হারুনুর রশিদ, বোরহানউদ্দিন, ফেরদৌস , এমদাদুল হক, সুরজিৎ পাল, ফারুক, আবুল কালাম,সেনাগীর মেম্বার,ছৈয়দ হোছাইন,কাজল পাল,প্রিয়তোষ পাল প্রমুখ। প্রাক্তন ছাত্র ব্যাচের নেতৃবৃন্দরা স্মৃতি চারণ করতে গিয়ে বক্তব্যে স্কুল জীবনের অনেক স্মৃতি তুলে ধরেন এবং বলেন আমরা সবাই এক জায়গায় বসার জন্য আমাদের এই ব্যাচ , এখানে আমরা সবাই সমান। আমরা যার যার জায়গায় অবস্থানে অনেক বড় কিন্তু আমাদের ব্যাচ এবং বন্ধুদের কাছে আমরা সবাই সমান। আসুন আমরা ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে হাত বাড়িয়ে দিই । দেশ ও মানুষের জন্য কাজ করতে আমাদের মন মানসিকতাকে আরো প্রশস্ত করি। বক্তব্যে ছাত্র ব্যাচের এমনি একজন নিবেদিত মানবিক বন্ধুর কথা উঠে এসেছে তিনি হলেন আমেরিকা প্রবাসী আজিজুল হক আজিজ ।প্রাক্তন ছাত্র ব্যাচের আজিজ সুদুর আমেরিকায় থেকে ও ছাত্র ব্যাচের বন্ধুদের অনেক এতিম ছেলে মেয়েদের লেখাপড়ার দ্বায়িত্ব তুলে নেন, অসুস্থ অনেক ছাত্র ব্যাচের বন্ধুদের আর্থিক সহায়তা প্রদান করেন , মেয়েদের বিবাহসহ অনেক মহৎ কাজে আর্থিক সহায়তা করে এবং দুঃসময়ে পাশে থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। তিনিই প্রমান করেছেন ইচ্ছা থাকলেও সুদূর আমেরিকায় প্রবাসে থেকেও দেশের ও জনগণের কল্যাণে কাজ করা সম্ভব। তাকে অনুসরণ করে এবং তার সহযোগীতায় এ ছাত্র ব্যাচ আরো এগিয়ে যাব জনগণের কল্যাণে আরো ও নিবেদিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন। দুপুরে খাবার, স্মৃতি চারণ, আলোচনা সকাল থেকে বিকেল পর্যন্ত সবমিলিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।