মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম মোঃ নেজাম উদ্দিন (২২) বিজিবর সূত্রে জানা গেছে সে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বামহাতির ছাড়া গ্রামের বনি আমিনের ছেলে। শুক্রবার (৬ মে দুপুরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির সুবেদার মোঃ তাহাজ্জেল হোসেন এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা ফুলতলী গ্রামের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহবাজ ব্যক্তির ব্যাগ তাল্লাশি করে ৩,৫১০০০ হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করতে সক্ষম হন। আটক যুবককে উদ্ধার করা জাল নোট সহ নাইক্ষ্যংছড়ি থানা হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন জানান বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকায় মানবিক সহায়তা ও অস্ত্র, মাদক,চোরাচালান প্রতিরোধ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার জাল নোটসহ ঐ যুবককে আটক করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।