কুতুবদিয়া প্রতিনিধিঃ
“যতক্ষণ আছে দেহে প্রাণ আমরা বলব জায়গার ক্লিনিক, জায়গায় থাক ” এ স্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় কমিউনিটি ক্লিনিক অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
করেছে বড়ঘোপ ইউনিয়নের অবহেলিত গ্রাম দক্ষিণ অমজাখালীর নাগরিক সমাজ।
শুক্রবার (৬ মে) বিকাল ৩ টায় কমিউনিটি ক্লিনিকের সামনে কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবি ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইখতিয়ার উদ্দিন ছিদ্দিকী,এলাকার জনপ্রতিনিধি হাছিনা আকতার বিউটি,নজরুল ইসলাম ছিদ্দিকী, ফকরুল আজম ছিদ্দিকী,খেসমত উল্লাহ কাজল, আজমল হুদা ছিদ্দিকী প্রমুখ।
উক্ত মানববন্ধনে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন সুজা,আবু তাহের ,নাছির
উদ্দিন, মহিউদ্দিন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বড়ঘোপ ইউনিয়নের অবহেলিত গ্রাম দক্ষিণ অমজাখালী। গ্রামের প্রায় ১৫ হাজার জনবসতির স্বাস্থ্য সেবার একমাত্র কেন্দ্র দক্ষিণ অমজাখালী কমিউনিটি
ক্লিনিক। দীর্ঘ একযুগ সময় ধরে এলাকাবাসীসহ পাশ্ববর্তী আরও কয়েকটি গ্রামের অসহায় মানুষ এ ক্লিনিকে সেবা গ্রহণ করে আসছে। সম্প্রতি ক্লিনিকটি এলাকাবাসীর অজান্তে মাননীয়
প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল ক্লিনিকটি স্থানান্তরের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাঁরা মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী কাছে অনুরোধ জানিয়েছেন জনস্বার্থ বিবেচনায় কমিউনিটি ক্লিনিকটি আগের স্থানে স্থানান্তর করা হোক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।