সংবাদ বিজ্ঞপ্তি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন আজ ২৫ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ, ০৮ মে ২০২২ ইংরেজি। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। আজ সন্ধ্যা ৬.৩০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গান, আবৃত্তি, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে উদযাপিত হবে কবিগুরুর জন্মদিনের নানা আয়োজন। এবারের প্রতিপাদ্য বিষয়: ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’। সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার ও জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এছাড়াও কক্সবাজারের বরেণ্য শিক্ষাবিদ, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অনেকে উপস্থিত থাকবেন। সমগ্র অনুষ্ঠানে কক্সবাজারের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।