প্রেস বিজ্ঞপ্তি:
দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এর চীফ রিপোর্টার সাংবাদিক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামরা পার্সন লোকমান হাকিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সংসদ কক্সবাজার। হামলার প্রতিবাদে আজ সোমবার বিকাল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকাল ১০ টায় অবৈধভাবে হাঙরের তেল, চামড়া ও কান পাচার নিয়ে অনুসন্ধান করতে শহরের নতুন ফিশারীপাড়া যান টিটিএনের প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামেরা পার্সন লোকমান। সেখানে আলমগীর নামে এক ব্যক্তি হাঙরের তেলের কারখানা গড়ে তুলেছে। ওই কারখানার চিত্র ধারণ করতে গেলে তাদের উপর হামলা চালায় মোস্তাক নামে এক ব্যক্তি। তিনি আলমগীরের ভাই।