আনোয়ার হোছাইন ঈদগাঁও,কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে অতিসম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকাল ৩ টার দিকে ক্ষতিগ্রস্থ বসতস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ আট পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জমায়েত ইসলামি কক্সবাজার জেলা আমীর ও হোয়াইক্যং মডেল ইউনিয়নের টানা চতুর্থবারে নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা নুর আহমদ আনোয়ারী।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়তের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোঃ মহসীন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, ইসলামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জননেতা দেলোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা আমীর মওলানা সেলিম উল্লাহ জিহাদী,সাবেক উপজেলা আমীর ডা.আমীর সুলতান,জালালাবাদ জামায়াত সেক্রেটারি ডাক.সোলাইমান মোর্শেদ,ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ,জামায়ত নেতা কামরুল হাসান বায়েজিদ,নুরুল হুদা, সাবেক শিবির নেতা দেলোয়ার হোসেনসহ গণ্যমামান্যব্যাক্তিবর্গ।নগদ অর্থ বিতরণকালে জেলা জামায়াত আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, জামায়াত ইসলামি দেশের প্রতিটি জনপদের সমস্যাগ্রস্থ জনগণের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পাশে নগদ অর্থ সহযোগিতা নিয়ে দাড়িয়েছে। আগামীতে মানবতার কল্যাণে নিবেদিত দলটি আরো বড় পরিসরে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন।