হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২২ উদ্বোধন করা হয়েছে।

১০ মে মঙ্গলবার দুপুর ৩ টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তর এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রস্তাবিত জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহাম্মদ ইয়াছিন, বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন..মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই-পিপিএম,উপজেলা ক্রীড়া সংস্থা যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রায়হান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনে প্রথম ভেন্যু জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বড় মহেশখালী ইউনিয়ন একাদশ বনাম হোয়ানক ইউনিয়ন একাদশ দ্বিতীয় ভেন্যু, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাপুর ইউনিয়ন একাদশ বনাম কুতুবজোম ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন ৷
প্রথম ম্যাচে ট্রাইবেকারে ১-০ গোলে বড় মহেশখালী ইউনিয়নকে পরাজিত করে হোয়ানক ইউনিয়ন এবং অপর ম্যাচে ট্রাইবেকারে ১-০ গোলে কুতুবজোম ইউনিয়নকে পরাজিত করে শাপলাপুর ইউনিয়ন একাদশ ৷

উল্লেখ্য যে, উক্ত টুর্নামেন্টে উপজেলার ১টি পৌরসভা সহ ৮টি ইউনিয়ন অংশ গ্রহণ করছে ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহেশখালীতে দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

টুনার্মেন্ট সম্পর্কে শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মেহাম্মদ ইয়াছিন বলেন, উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রেরণা প্রদান এবং দেশের ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই তৃণমূলের এই খেলোয়াড়দের নিয়ে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ আয়োজন করা হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বালক (অনূর্ধ্ব: ১৭) প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সারা দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন ও ২৫৭টি পৌরসভার ৪ হাজার ৮২৮টি দলের ৮৬ হাজার ৯০৪ জন খেলোয়াড়, জেলা পর্যায়ে ৬৪টি জেলা ও ৮টি সিটি কর্পোরেশনসহ ৬৮টি দলের ১ হাজার ২২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।