প্রেস বিজ্ঞপ্তি: ১৩ মে রোজ শুক্রবার মহেশখালী উপজেলা পাবলিক লাইব্রেরিতে কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৫ তম প্রয়াণ দিবস পালিত হয়। আয়োজনে ছিলেন প্রগতি লেখক সংঘ কক্সবাজার, শৈবাল খেলাঘর আসর ও উদীচী মহেশখালী।
কবিতায় জেগে উঠা রক্তবীজ শিরোনামে মুল প্রবন্ধ পাঠ করেন প্রগতি লেখক সংঘ কক্সবাজার জেলার আহবায়ক কবি জাহেদ সরওয়ার। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন, সিপিবির কক্সবাজার জেলার সভাপতি কমরেড দিলীপ দাস। আব্দুস সালাম বাঙ্গালী, সাংবাদিক মাহবুব রোকন, অধ্যাপক প্রদীপ রুদ্র, কবি ও প্রভাষক আলম সৈয়দ। সুকান্তের কবিতা আবৃত্তি করেন, কবি সাইয়্যিদ মঞ্জু, কবি মিজান মনির, কবি রুদ্র সাহাদৎ, কবি সুব্রত আপন, আবৃত্তিকার তৌহিদা আকতার, কবি হামিদ, কবি জিসান প্রমূখ।
অনুষ্ঠান শেষে বক্তারা আগামী ২৪ মে কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।