আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজার টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগাহ ছড়া রাস্তা উপরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩০) ও সৈয়দুল ইসলাম(২৫) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ g জোনের সদস্যরা।
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ১ ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দুল ইসলাম(২৫)।
বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়াস্থ মেরিন ড্রাইভের পূর্বপাশে রাস্তা উপর থেকে ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ গণমাধ্যমকে এসব তথ্য
নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদর্শক আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক টিম টেকনাফ সদর ইউপির দরগারস্ত বিজিবি রোডের মাথায় মেরিন ড্রাইভ সড়কের পূর্বপাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে টেকনাফ মিঠা ছড়ার বাসিন্দা মো. জাহাঙ্গির আলম (৩০) এর ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে তল্লাশী চালিয়ে ৬ হাজার ইয়াবা ও একই এলাকার সৈয়দুল ইসলাম (২৫) এর ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস হাজার ইয়াবা সর্বমোট ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
তিনি আরো জানান,আটক আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক আজাদ উদ্দিন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।