মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রাবস্তী রায় (১৫৭৬৬) কে জামালপুর এর জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শ্রাবস্তী রায় সহ একই পদমর্যাদার ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।

জামালপুর এর জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পাওয়া শ্রাবস্তী রায় গত ৬ এপ্রিল কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর কার্যভার গ্রহণ করেন। এর আগে শ্রাবস্তী রায় কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

এর আগে শ্রাবস্তী রায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ছিলেন।

শ্রাবস্তী রায় বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন কৃতি সদস্য। তাঁর স্বামী জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর স্বনামধন্য একজন চিকিৎসক। শ্রাবস্তী রায় এর নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়।