মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন সমুহে আইনগত সহয়তা প্রদান (লিগ্যাল এইড) কমিটি গঠন ও সক্রিয়করণ এবং গ্রাম আদালত পরিচালনা সংক্রান্ত সমন্বয় সভা আগামী শনিবার ২১ মে সকাল ১০ টায় কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সমন্বয় সভায় কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহয়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সভাপতিত্ব করবেন।
কক্সবাজার জেলা আইনগত সহয়তা প্রদান কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত সভায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোঃ মশিউর রহমান খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোহাম্মদ আবদুর রহিম, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী সহ জেলার অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডিএলজি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ও সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, জিপি এডভোকেট মোহাম্মদ ইসহাক, পিপি এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্পেশাল পিপি এডভোকেট বদিউল আলম, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা, এডভোকেট একরামুল হুদা, জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ, সাবেক পাবলিক প্রসিকিউটরবৃন্দ, জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দকে য়োগদান করতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন-কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুননেছা লিপি।
গুরুত্বপূর্ণ এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি আমন্ত্রিত সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।