আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) শুক্রবার (২০মে) বিকাল ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী উনছিপ্রাং ২২ ক্যাম্পের ব্লক-ডি/৪, ঘর-৫০৭, এফসিএন-২৪৪০৫৭’ এর বাসিন্দা মোঃরশিদের ছেলে মোঃ ইছাক(২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নং-৭১(৪)২২, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ও মামলা নাম্বার -৭২( ৪)২২, ধারাঃ- ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (A)(f) এর পলাতক আসামি এবং কথিত ‘ইসলাম গ্রুপ’ এর সক্রিয় সদস্য মর্মে জানা যায়। এছাড়াও ক্যাম্প এলাকায় সন্ত্রাসী ইসহাকে বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত মর্মে জনশ্রুতি রয়েছে।
তিনি আরে জানান,গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।