সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ মে) বিকাল ৫টায় কক্সবাজার শহরের লালদিঘীপাড়স্থ ব্রাহ্মমন্দির মিলনায়তনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
“অধিকার আন্দোলনের ৩৪ বছর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান।এছাড়া কক্সবাজার জেলায় ঐক্য পরিষদের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটিগুলোকে বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুনভাবে গঠন করার আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সন্মানিত সদস্য এডভোকেট রনজিত দাশ,পৌর কাউন্সিলার রাজ বিহারী দাশ,সহ সভাপতি অমর বিন্দু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার পরিমল দাশ,মহিলা ঐক্য পরিষদের আহবায়ক দিপ্তী শর্মা,আইনজীবি ঐক্য পরিষদের সদস্য সচিব এডভোকেট বাপ্পি শর্মা,সদর ঐক্য পরিষদের সহ সভাপতি বলরাম দাশ অনুপম,জেলার সহ দপ্তর সম্পাদক সজল কান্তি দে,জনসংযোগ সম্পাদক সুমন চৌধূরী আগুন,সদর উপজেলা সাধারণ সম্পাদকঅজয় আচার্য্য, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক সুমন শর্মা, টেকনাফ উপজেলার যুগ্ম আহবায়ক ননী কুমার সুশীল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের সহ সভাপতি জেমসেন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন গুহ,সাংগঠনিক সম্পাদক স্বপন শর্মা রণি,রাজনীতি বিষয়ক সম্পাদক সুভদত্ত বড়ুয়া,মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব মাটিন টিন রাখাইন,সহ অর্থ সম্পাদক সেবক পাল,সহ পেশাজীবি সম্পাদ উতসবময় চৌধূরী,সহ জনসংযোগ সম্পাদক ঘনি বড়ুয়া,সহ প্রচার সম্পাদক জ্যেতি মল্লিক বাবু,সহ আদিবাসী বিষয়ক সম্পাদক আলাখিন রাখাইন প্রমুখ।