প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগীত বিদ্যাপীঠ সঙ্গীতায়নের ঈদ পূণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কঃ (অবঃ) ফোরকান আহমদ। প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করেন সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক জুলফিাকর আলী। নবগঠিত কার্যকরী পরিষদকে ফুল দিয়ে বরণ করেন সঙ্গীতায়নের উপদেষ্টাদ্বয় অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী ও এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক রায়হান উদ্দিন, অধ্যাপক শারমিন ছিদ্দিকা লিমা কক্সবাজার সিটি কলেজ, মুজিবুল ইসলাম সাধারণ সম্পাদক কক্সবাজার প্রেসক্লাব, সত্যপ্রিয় চৌধুরী দোলন সভাপতি কক্সবাজার সাংস্কৃতিক জোট, এ,কে ফারুক আহমদ উপাধ্যক্ষ কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সিনিয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, লেখক ও গবেষক নুরুল আজিজ চৌধুরী, লোক গবেষক মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী সভাপতি দুর্নীতি দমন কমিশন। সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অপরুপা চাকমা, মুগ্ধ বড়–য়া, মৃত্তিকা মজুমদার, প্রিমা ধর, সাবিদ বিন শাহ,্ নুপুর বড়–য়া, ফারুক আহমদ, বাঁশি বাজিয়েছেন এ.এস.পি রফিকুল ইসলাম, কবিতা পাঠ করেন এডভোকেট প্রতিভা দাশ, যন্ত্রানুষঙ্গ তবলা ঃ রবিন চৌধুরী, পারকেশন জাহাঙ্গীর আলম খান, গীটার জুলফিকার আলী অনুষ্ঠান উপস্থাপনায় শামিম আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন অধ্যাপক অজিত দাশ ভারপ্রাপ্ত অধ্যক্ষ উখিয়া কলেজ, নাট্যজন অধ্যাপক স্বপন ভট্টচার্য্য, এডভোকেট পরেশ কান্তি দে, এস.ডি. সঞ্জীত ধর চিত্র শিল্পী, সিরাজুল ইসলাম চিত্র শিল্পী, অধ্যাপক আবুল মনছুর কক্সবাজার সরকারি কলেজ আরো অনেক সুধীজন।