প্রেস বিজ্ঞপ্তি:

২৩ মে রামু প্রেস ক্লাবের আহবায়ক ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এস. এম স্বদেশ শর্মা, প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, প্রতিষ্টাতা অর্থ সম্পাদক দীপক বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন যৌথ বিবৃতিতে বলেছেন, বর্তমান আহবায়ক কমিটি চলমান থাকা সত্ত্বেও রামু প্রেস ক্লাবের নামে স্বঘোষিত নীতিশ বড়ুয়া সভাপতি ও সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক উল্লেখ করে আমন্ত্রণ পত্রে স্বাক্ষরিত অভিষেক অনুষ্টান আগামী ২৮ শে মে ২০২২, শনিবার সন্ধ্যা ৬টায় রামু খিজারী সরকারি হাইস্কুল মিলনায়তনের একটি দাওয়াত নামা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও বিভিন্ন স্থানে বিতরন করতে দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি।যাহা উদ্দেশ্য প্রণোদিত ও প্রতারণার সামিল।

উল্লেখিত আহবায়ক ও প্রতিষ্টাতা নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বা আলোচনা না করে মনগড়া দাওয়াত পত্রে নাম লিখে চিঠি বিলি করা জঘন্যতম অপরাধ। আমন্ত্রণ পত্রের কার্ডে লাল বক্স করে বর্তমান আহবায়ক স্বদেশ শর্মা শপথ বাক্য পাঠ করাবেন বলে নাম উল্লেখ করে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে।

যা গঠনতন্ত্র পরিপন্থী ও মানহানিকর। বর্তমান আহবায়ক স্বদেশ শর্মা, সাবেক আহবায়ক নয়।যা জনসমুখে সাবেক আহবায়ক লিখে প্রতারণা করা হয়েছে তা নিন্দনীয়।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মাননীয় বিজ্ঞ জেলা জজ ২য় আদালত কক্সবাজারে বাদীদের পক্ষে দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশ ১/২ নিয়ম মতে দরখাস্ত প্রদানের পর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে নিষেধাজ্ঞা অমান্য এবং আদালত অবমাননা করে নীতিশ বড়ুয়া সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক স্ব-ঘোষিত কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাদের স্বঘোষিত কমিটির সাথে আমাদের কোন সম্পর্ক ও সম্পৃক্ততা নাই।

প্রতারণা মূলক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আদালতে মামলা থাকা এবং আহবায়ক কমিটি থাকা সত্ত্বেও এ ধরনের স্ব ঘোষিত কমিটি সরাসরি আদালত অবমাননা করার সামিল।

গত ২১ শে মে ২০২২ ইং আরেকটি নতুন কমিটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।উক্ত যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটাও আমরা অবগত নই। তা আদালতের রায়ের পর পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হইবে।

বর্তমান আহবায়ক এস.এম স্বদেশ শর্মার নেতৃত্বে রামু প্রেস ক্লাবের আহবায়ক কমিটি চলমান থাকবে। ভবিষ্যতে প্রতিষ্ঠাতাদের নাম ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।অন্যতায় প্রতারণার জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বর্তমান নেতৃবৃন্দ আরো বলেন, আহবায়ক কমিটির মাধ্যমে রামু প্রেস ক্লাব বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছিলো। আহবায়কের নেতৃত্বে বিভিন্ন উপকমিটি গঠন করে বিভিন্ন দিবস উদযাপন, বিভিন্ন সভাসমূহ পরিচালনা করে আসছিল।এমতাবস্থায় মাননীয় বিজ্ঞ জেলা জজ ২য় আদালতে নিষেধাজ্ঞা থাকার কারণে কোন কমিটি গঠন করতে পারছেনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন ও জনসাধারণের প্রতি অনুরোধ রইলো।

প্রতিবাদকারী :
এস. এম স্বদেশ শর্মা
বর্তমান আহবায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রামু প্রেস ক্লাব।
01819-035446