নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ এর সাংস্কৃতিক প্রতিযোগিতায় “রবীন্দ্র সংগীত” বিষয়ে কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ইফতিয়া নুর নওশিন।

সোমবার (২৩ মে) দিনব্যাপী কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় “খ” গ্রুপ থেকে বিজয়ী হয়ে নওশিন উখিয়া উপজেলার একমাত্র প্রতিযোগী হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে কক্সবাজারের প্রতিনিধিত্ব করবে।

প্রসঙ্গত, নওশিন ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় বিজয় ফুল প্রতিযোগিতায় ক গ্রুপে কবিতা রচনা বিভাগে সারাদেশে তৃতীয় হয়েছিলো।

উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সঙ্গীত, আবৃত্তিতে নিয়মিত কৃতিত্বের স্বাক্ষর রাখা নওশিন জানায়, ” সঙ্গীতের প্রতি আমার আগ্রহ একদম ছোট থেকেই, সবাই আমার জন্য দোয়া করবেন যেনো বিভাগীয় পর্যায়ে ভালো করতে পারি।”

উল্লেখ্য, নওশিন উখিয়া সদরের ঘিলাতলী পাড়ার বাসিন্দা ও উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল এবং অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা কহিনুর আক্তার বেগমের একমাত্র কন্যা।